বীরভূম উচকরণে সাহিত্য সভা

৪ঠা জানুয়ারি ২০২৪ শনিবার উচকরণ গভ:মেন্ট স্পন্সর্ড পাবলিক লাইব্রেরীতে এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান উদ্বোধন ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে। সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক জনাব আব্দুল করিম, বিশিষ্ট সাহিত্যিক,গবেষক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বাদল সাহা সরাভাসা, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক জয়দেব পাল গোন্নাসারান্দী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড,
রইস উদ্দিন খান, অবসরপ্রাপ্ত সেনা বিভাগের কর্মী আবসার হোসেন উচকরণ, লোকসংস্কৃতির দক্ষ সংগঠক নানু হাজরা উচকরণ, কবি সৈয়দা বেগম ও বিশিষ্ট সমাজসেবী ও বরিষ্ঠ নাগরিক রাধাবিনোদ সাহা সহ অনেক কৃতী ব্যাক্তি কে কাঞ্চন – শ্যামল স্মৃতি সম্মাননা ও সংবর্ধনা জানানো হলো।
সবাই উপস্থিত ছিলেন প্রায় ১৪০ জন মতো শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। এলাকার বহু বয়স্ক মানুষদের সম্মাননা জানানো হয়। বক্তব্যের মাঝে উঠে আসে দেশভাগের কথা বাংলা পাশাপাশি মানুষের করুণ অবস্থার কথা।
বর্তমানে বাংলা ভাষা, স্কুল কেন্দ্রিক বাংলা, ভাষার পাঠনের কথা।
বাংলা ভাষার লাইব্রেরীর কথা। লাইব্রেরিয়ান এর অভাবে বন্ধ হয়ে যাওয়া লাইব্রেরির কথা।
লাইব্রেরিয়ান অনীতা মুখার্জি ও তার সহ যোগিদের এই সুন্দর ব্যবস্থাপনায় সকলেই প্রশংসা করুন। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Leave a Reply