Spread the love

খায়রুল আনাম,

নির্বাচন কমিশনের সূচি মেনে জেলার ভোট গণনা কেন্দ্রগুলিতে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা। জেলা বীরভূমে গ্রাম পঞ্চায়েতে ৬৩৪৭ জন, পঞ্চায়েত সমিতির ১২৫২ জন ও জেলা পরিষদের ১৮২ জনের ভাগ্য নির্ধারিত হবে। গণনা শেষে কমিশনের দেওয়া সরকারি গোপন সিলের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। ২ রাউণ্ডের মধ্যে গণনার কাজ শেষ করা হবে। এ জন্য ব্লক ভিত্তিক টেবিল সাজানো হয়েছে। ১ জন সুপার ভাইজার ও ও তারসঙ্গে ২ জন সহকারী রয়েছেন। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে রাজ্য সশস্ত্র বাহিনী। গণনা কেন্দ্র পাহারায় রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। প্রথমে গণনা শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের, এরপর হবে পঞ্চায়েত সমিতি ও শেষ ধাপে হবে জেলা পরিষদের গণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *