খায়রুল আনাম,
রাত পোহালেই পঞ্চায়েত ভোট। রাজ্য পুলিশের সাথে সাথে বীরভূম জেলায় পৌঁছে গিয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো বলা হচ্ছে। আর তারই মধ্যে ঝাড়খণ্ড রাজ্য সীমানা লাগোয়া দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মামুদপুরের একটি পরিত্যক্ত জায়গায় ২০০ টি তাজা বোমা পড়ে থাকতে দেখা গেলে হৈচৈ বেধে যায়। ২ টি ড্রামে বোমাগুলি রাখা ছিলো। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কী ভাবে এত বোমা এলো তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।