বীরভূমের বিস্ফোরণ মামলায় অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করলো এনআইএ এজলাস

মোল্লা জসিমউদ্দিন ,

বৃহস্পতিবার সিটি সেশন কোর্টের এনআইএ এজলাস বীরভূমের গাংপুর বিস্ফোরণ কাণ্ডে ধৃত বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করল। আগামীকাল অর্থাৎ শনিবার এই মামলার সাজা ঘোষণা হতে পারে বলে জানা গেছে । বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৫ নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।বীরভূমের লোকপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় বাবলু মন্ডল ও তাঁর ২ ছেলেকে দোষী সাব্যস্ত করল বিশেষ এনআইএ আদালত।বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা অভিযুক্ত বাবলু মণ্ডল ও তাঁর ২ ছেলেকে দোষী সাব্যস্ত করেছেন। ঘটনার প্রায় পাঁচ বছর চার মাস পর এই মামলায় দোষী সাব্যস্ত করলো। ঘটনার দিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ির টিনের চাল উড়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় বাবলু মণ্ডল এবং তার দুই ছেলে নীরঞ্জন এবং মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। বেশ কয়েক বছর তদন্ত চলার পর জামিন পায় বাবলু মণ্ডলের দুই ছেলে। তবে তারপর থেকে পলাতক দুজনে। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। রাজ্যের উচ্চ আদালত এনআইএকে তদন্তভার দেয়।বিস্ফোরক পদার্থ আইন বা এক্সপ্লোসিভ সাবস্ট‍্যান্ট অ‍্যাক্টে এনআইএ আদালতে ৫০ পাতার চার্জশিট দেয়। ওই মামলায় ৫৪ জন সাক্ষী ছিলেন। ২৮ জন আদালতে সাক্ষ‍্য দেন। ওই মামলায় বৃহস্পতিবার এনআইএ আদালতে এই মামলায় দোষী সাব্যস্ত হয় বাবলু। শনিবার এই মামলার সাজা ঘোষণা করতে পারে নগর ও দায়রা আদালত।

Leave a Reply