খায়রুল আনাম,

এবারও ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ভোটে জয়ী হয়ে নজির সৃষ্টি করলেন বিজেপির দুধকুমার মণ্ডল। ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহড়া থেকে গ্রাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। দুধকুমার মণ্ডল জেলা রাজনীতিতে বহু চর্চিত একটা নাম। এক সময় তিনি বিজেপির জেলা সভাপতিও ছিলেন। তার সময়ই পাঁড়ুই, মাখড়া, চৌমণ্ডপুর প্রভৃতি এলাকায় রাজনৈতিক জমি দখলে শাসক শিবিরকে রীতিমতো কোনঠাসা করে দিয়েছিলেন দুধকুমার মণ্ডল। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের বিজেপির রাজনীতিতে পরিচিতি গড়ে ওঠা এবং বীরভূম কেন্দ্রীক থেকে সর্ব ভারতীয় নেত্রী হয়ে ওঠাটা এই দুধকুমার মণ্ডলের হাত ধরেই। দলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মত পার্থক্যে তার একটা দূরত্ব তৈরী হওয়ায় তিনি ভোট থেকে সরেও ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের মানুষ দুধকুমার মণ্ডলকে প্রার্থী হওয়ার জন্য বলা হয়

Leave a Reply