বীরভূমের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের মানবিক মুখ।

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাই বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের ধান্যখুনা পাড়ার বাসিন্দা শেফালী ঘোষের। ঘটনাটি ঘটে গত ১৭ ই ডিসেম্বর দুপুর নাগাদ। জানা যায় আগুনে সর্বস্বান্ত হওয়া শেফালী ঘোষ একজন দরিদ্র পরিবারের বিধবা বয়স্ক মহিলা। তার একমাত্র ছেলে প্রতিবন্ধী। স্বভাবতই এই আগুনের ফলে ঘটি বাটি সবকিছু হারিয়ে পরিবারটিকে আর্থিক সংকটের মুখে ঠেলে দেয়। আগুনে ক্ষতিগ্রস্থ বয়স্ক বিধবার আর্থিক সংকট সহ বাড়িতে প্রতিবন্ধী থাকার কথা জানতে পারেন রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ। বৃহস্পতিবার চন্দ্রপুর থানার ওসি স্বয়ং অভাগীর বাড়িতে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন । এদিন চাল,ডাল,শাড়ি.. ব্ল্যাঙ্কেট,সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন। পাশাপাশি শেফালী ঘোষ কে আশ্বস্ত করলেন ভবিষ্যতেও তার পাশে থাকার। স্বভাবতই চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষের এই মানবিক মুখ দেখে খুশি শেফালী ঘোষ সহ পাড়া-প্রতিবেশীরা। পুলিশ একদিকে যেমন আইনের রক্ষক অন্যদিকে তেমনি অসহায় নিপীড়িত মানুষের বন্ধু। সেই দৃষ্টান্তই আজ স্থাপন করলেন এবং জনসংযোগের বার্তা দিলেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ। উল্লেখ্য গত ৩ রা ডিসেম্বর চন্দ্রপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অভিষেক ঘোষ। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ গর্বিত যে এইরকম একজন মানবিক ওসিকে পেয়ে।

Leave a Reply