বীণাপাণি সংঘের পরিচালনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

সেখ রাজু , ভাতার ,

রামচন্দ্রপুর কলোনি বীণাপাণি সংঘের পরিচালনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । ৪৭ তম বর্ষের রামচন্দ্রপুর কলোনি ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে থাকে  । এই খেলায় বিজয়ী দলকে ৯০০১ টাকা সহ ফেরত যোগ্য ট্রফি এবং বিজিত দলকে ৭০০১ টাকা সহ ফেরত যোগ্য ট্রফি প্রদান করা হয় । ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট, বেস্ট গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা সহ আরও বিভিন্ন সম্মানে খেলোয়াড়দের সম্মানিত করা হয় । প্রতিবছর মহালয়ার দিনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে ।এদিন থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যায় । প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি জনসেবায় নিয়োজিত থাকে রামচন্দ্রপুর কলোনি বীণাপাণি সংঘ । এদিনকার  খেলায় ফাইনালে ইলামবাজার তরুণ সংঘ ট্রাইবেকারে ৩-২ গোলে বোলপুর একাদশকে পরাজিত করে ।  খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বোলপুর একাদশের মার্কোস হেমরম এবং ম্যান অফ দা টুর্নামেন্ট ইলামবাজার তরুণ সংঘের সুনীল টুডু ।

রামচন্দ্রপুর কলোনি বীণাপাণি সংঘের সভাপতি অসীম রায়, সম্পাদক মনমতো বিশ্বাস, কোষাধক্ষ্য রাজেশ কাঞ্জিলাল, ক্রীড়া সম্পাদক শম্ভু হালদার, ক্লাব সদস্য প্রসেনজিৎ ঘরামি, সন্তোষ কাঞ্জিলাল প্রমুখরা জানান, বর্তমান সমাজ মোবাইল মুখী হলেও আমরা এখনো খেলার মাঠের সঙ্গে থাকি । প্রতিদিন মাঠে ছাত্র যুবদের উপস্থিতি এক মিলন মেলার সংযোগ ঘটে । দীর্ঘ ৪৭ বছর গুটিগুটি পায়ে আমরা পথ অতিক্রম করতে পেরেছি ।

Leave a Reply