বীণাপাণি বন্দনায় রবীন্দ্রভারতী সোসাইটি
বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বাগদেবীর পূজা ও আরাধনা অনুষ্ঠিত হবে বাঙালির ঘরে ঘরে আগামী ১৪ই ফেব্রুয়ারি, বসন্তপঞ্চমী তিথিতে। পলাশপ্রিয়ার আগমনধ্বনিতে প্রকৃতির অঙ্গে লেগেছে রঙের দোলা – প্রকৃতি সেজে উঠেছে কৃষ্ণচূড়া, পলাশ, অশোক, রাধাচূড়া, কাগজ ফুলের বাহারে নিজেকে সাজিয়ে দিগন্ত রাঙিয়ে।
বিদ্যা ও জ্ঞানদায়িনী দেবীর আশীর্বাদ কামনায় রবীন্দ্রভারতী সোসাইটির উদ্যোগে গত ৭ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় সোসাইটির লাইব্রেরি ঘরে আয়োজিত হল সরস্বতী বন্দনা – সদস্য/সদস্যাদের আগ্রহপূর্ণ পরিবেশনায়। সুললিত কণ্ঠে দেবী স্তবমালা উচ্চারণে, গানের সুর তালে মোহময় আবেশ ছড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ললিতা সিনহা। উপস্থিত অন্যান্য সদস্য/সদস্যাগণ গান, কবিতা, গাথা ও বক্তব্যের মধ্য দিয়ে হংসাসীনা ভারতী দেবীর স্তব ও গুণমহিমা ব্যক্ত করেন। স্ত্রোত্রপাঠ সহ গান করেন ইন্দ্রাক্ষী দত্ত, শম্পা কুণ্ডু, রুবি ব্যানার্জী, রুমা রায়, সুপ্রিয়া চক্রবর্তী, বিশ্ববিকাশ সাধু। কবিতা আবৃত্তি করেন কৃষ্ণকুমার পাল। ঋতুরাজ বসন্ত সমাগমে বাসন্তিক পরিবেশে মাতোয়ারা সরস্বতী পূজার এই বিশেষ দিনটি ঘিরে নানা ঘটনা কাহিনীর চারণা করেন নমিতা সান্যাল, রিনা দে, জয়া গুপ্ত, মিঠু ঘোষ, মধুছন্দা সরকার, বন্দনা বিশ্বাস, শম্পা গুহ রায়চৌধুরী, সাথী মালাকার, সায়নী চ্যাটার্জী,ইতি সাহা, মধুমিতা ঘোষ ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশিত হয় দ্বৈতকণ্ঠে জয়শ্রী দে ও ছন্দা দত্ত র পরিবেশনায়।
বর্ণেশ্বরী দেবীর আবাহনে সোসাইটির আহ্বান আয়োজন ও তার সাথে সদস্য/সদস্যাদের স্বতঃস্ফূর্ত যোগদান অংশগ্রহণ – লাইব্রেরি ঘরের পরিবেশকে করে তোলে গীতিময় সংস্কৃতিময় পুণ্যময়, অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোজ্ঞ আনন্দপূর্ণ।
অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও সদস্যা ঈশিতা পান।