বি এইচ সি ডি এ-র আনন্দ উৎসব হবে বরানগর রবীন্দ্রভবণে

রাজকুমার দাস,

আগামী ২২ জানুয়ারী উত্তর ২৪ পরগনার বরানগরের রবীন্দ্রভবণে ‘বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যাণ্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে হোমিওপ্যাথি ওষুধ নির্মাতা সংস্থা, ওষুধ বিক্রেতা, চিকিৎসকবর্গ, এম আর-দের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আনন্দ উৎসব।
বুধবার কোলকাতাপ্রেস ক্লাবের এই ঘোষণা করেন সংস্থার শীর্ষ ব্যক্তিগণ।

সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে বি এইচ সি ডি এ-র ‘আনন্দ উৎসব’ পরিচালন সমিতির অধ্যক্ষ জয়দীপ রায় জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের সমস্ত হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতাদের মধ্যে আত্মিক যোগাযোগ স্থাপন ও ব্যবসায়িক ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ, সঙ্কট এবং বিভিন্ন ওষুধ নির্মাণকারী সংস্থার সমস্যার সমাধানের প্রচেষ্টা সহ ওষুধ বিক্রেতা, ক্রেতা ও হোমিওপ্যাথ চিকিৎসকদের মধ্যে সমন্বয় সাধন এই ‘আনন্দ উৎসব’-এর প্রধান উদ্দেশ্য।”

জয়দীপ রায় ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সমিতির অধ্যক্ষ সচ্চিদানন্দ চৌধুরী সহ আরো অনেকে।

Leave a Reply