সেখ সামসুদ্দিন ১৪ এপ্রিলঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস এসসি-ওবিসি সেলের উদ্যোগে মেমারি ১ ব্লক অফিসের সামনে ডঃ বি আর আম্বেদকরের ১৩১ তম জন্মদিবস পালন করা হয়।উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্য, ব্লক মহিলা সভানেত্রী গীতা দাস, গোপগন্তার ২ অঞ্চলের সভাপতি বিনোদ মন্ডল, এসসি ওবিসি সেলের ব্লক সভাপতি তাপস বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সংগঠনের কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। বিধায়কের মাল্যদানের পর অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ বাবা সাহেবের ছবিতে পুষ্পার্ঘ্য দেন।

Leave a Reply