বিহারে পঞ্চায়েত ভোট ১১ দফায়,নজির দেশে
জ্যোতিপ্রকাশ মুখার্জি ,
একসময় বিহার ছিল অপরাধীদের অবাধ মুক্তাঞ্চল। ভোটে ক্রমাগত হিংসা এবং অনিয়মের কেন্দ্রবিন্দুতে থাকত বিহার।তবে এখন সেই বিহার অতীতের বদনাম ঘুচিয়ে দেশের মডেল বলা যায়।এবার পঞ্চায়েত ভোট হচ্ছে ১১ দফায়।যা দেশের অন্য কোন রাজ্যে হয়নি।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে পঞ্চায়েত ভোট। ইভিএমে হবে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ এর ভোট।গ্রাম পঞ্চায়েতের ভোট হবে ব্যালট পেপারে।করোনা পরিস্থিতি সহ আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়া বিহারের ২৮ টি জেলায় বন্যা পরিস্থিতি আছে।তাই দুর্যোগ কাটিয়ে ভোটাধিকার প্রয়োগে ১১ দফার ভোট পর্বের আয়োজন বিহারে।