বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্যে প্রায় ২ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের নির্দেশ দিল।  কয়েক বছর ধরে সারা ভারত তথা এ রাজ্যেও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে।অভিযোগ, শূন্যপদ থাকলেও সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই মর্মে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়।প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী ও আইনজীবী সুখেশ ঘোষ মামলার শুনানিতে শীর্ষ আদালতে জানান, -‘কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশিকা মেনে বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষক হিসেবে নিয়োগে রাজ্য সরকার গড়িমসি করছে ‘। শীর্ষ আদালতে আইনজীবীদের আরও অভিযোগ, -‘সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য সরকার। তাই বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীরা সঠিক পঠনপাঠন থেকে বঞ্চিত হচ্ছে। সেইসঙ্গে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন’। এগুলো খতিয়ে দেখে মহামান্য শীর্ষ আদালতের আরও কঠোরভাবে হস্তক্ষেপের প্রয়োজন আছে বলেও জানান আইনজীবীরা। সুপ্রিম কোর্ট ২০২১ সালের ২৮ অক্টোবর এবং ২০২৪ সালের ১২ মার্চ নির্দেশ দিয়েছিল যে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। যেখানে প্রতি ১০ জন প্রাথমিক ছাত্র-ছাত্রীদের জন্য একজন শিক্ষক এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রতি ১৫ জনে একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্য সরকারগুলিকে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকাও রাজ্য সরকার সহ ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ঠিকমতন পালন করা হচ্ছে না বলে মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয় যে, -‘১ লক্ষ ৩৫ হাজার ৭৯৬ জন পড়ুয়া রয়েছে রাজ্যে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন’।এদিন সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রতিটি রাজ্যকে আগামী ২৮ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছে। মোট অনুমোদিত কতজন শিক্ষকের প্রয়োজন, সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত ও কর্মরত রয়েছেন, একটি বিশেষ কমিটি গঠন করে তাঁদেরও স্থায়ীকরণের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ই জুলাই রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply