বিরল জীবাণুর বাসা চোখে, ‘জীবন’ দিল মেডিকেল হাসপাতাল
জাহির আব্বাস,
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল তার অতীত সুনাম ফের ফিরিয়ে আনলো এক মহিলার একপ্রকার ‘জীবন’ দান দিয়ে। বিরল জীবাণুর বাসা বসেছিল বাঁ চোখে।যা ধীরে ধীরে দুই চোখের মধ্য দিয়ে গোটা শরীরে সংক্রমণ ছড়াতে। তবে তা ঘটেনি মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তারবাবুদের সৌজন্যে। গত দেড় বছর ধরে করোনার থাবায় চোখে ব্লাক ও হোয়াইট ফাঙ্গাস আতঙ্ক বাড়িয়েছে বহুগুণ। এই আক্রান্ত মহিলা প্রোটোজোয়া ঘটিত জীবাণুর সংক্রমণে দৃষ্টি শক্তি হারিয়ে যেতে বসেছিলেন। উত্তর ২৪ পরগনার গাডুলিয়ার রিনা বিশ্বাসের মাস ছয়েক আগে এই জীবাণুর সংক্রমণ ঘটে চোখে।লাল হয়ে ফুলে যাওয়া ছিল এই রোগের লক্ষ্মণ। ‘রাইনো স্পোরিজিয়াম সিবোরি’ নামে প্রোটোজোয়ার সংক্রমণ ঘটে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তারবাবুরা এন্ডোস্কপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করেন। জল থেকে এই জীবাণুর সংক্রমণ ঘটেছে।তবে এটা মানবশরীরে অপরের সাথে সংক্রমণের সম্ভাবনা কতটা, তা অজানা ডাক্তারবাবুদের কাছে।