বিপ্লবী পান্নালাল দাশগুপ্তের স্মরণ সভা, রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অগ্নিযুগের বিপ্লবী, গ্রাম গড়ার কারিগর পান্নালাল দাশগুপ্ত’র ২৫ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। তাঁরই প্রতিষ্ঠিত রাজনগর ব্লকের আবাদনগর গ্রামে অবস্থিত “টেগোর সোসাইটি ফর্ রুরাল ডেভেলপমেন্ট”- রাজনগর- খয়রাসোল প্রকল্পের কার্যালয়ে। সেই সাথে পান্না বাবুর সহযোগী তথা গ্রাম উন্নয়নের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি মাকিনোর ও ১৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পান্নাবাবুর সাহচর্যে আসা আনন্দময় সেন, আহাসান কামাল, শিক্ষিকা মনীষা বন্দ‍্যোপাধ‍্যায়, চন্দ্রকান্ত দত্ত, প্রকাশ সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পান্নাবাবুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা পর্ব চলে দীর্ঘক্ষণ।উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যের মাধ্যমে বলেন পান্না বাবু চেয়েছিলেন গঠনমূলক বিপ্লব। তিনি আমৃত্যু চিন্তায়, কর্মে বিশ্বস্ত থেকেছেন।এছাড়াও তিনি বিপ্লবের নায়ক,গ্রামগড়ার কারিগর, অসাধারণ এক স্রষ্টা বলে অভিহিত করেন।

Leave a Reply