বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সচেতনতা ক্যাম্প।
সেখ সামসুদ্দিন, ২৯ জানুয়ারিঃ পূর্ব বর্ধমান জেলা শ্রম বিভাগের উদ্যোগে সামাজিক সুরক্ষা মাস উদযাপন ২০২৬ উপলক্ষে মেমারি নতুন বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক মঞ্চে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ক সচেতনতা ক্যাম্প করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয়েন্ট লেবার কমিশনার দেবাশিস মণ্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, কাউন্সিলর মানসুরা বেগম, রত্না দাস, সোনালী বাগ, কাশ্মীরা খাতুন, আইএমডব্লু অফিসার অভিযান দাস, পৌরকর্মী নবনীতা তালুকদার ও সন্দীপ মুখার্জী। জয়েন্ট লেবার কমিশনার জানান সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই সামাজিক সুরক্ষা মাস উৎযাপন। নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রদান প্রকল্প হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। ১৮ থেকে ৬০ বছর পূর্ণ মেয়াদ শেষে আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন উপভোক্তা। এছাড়াও পরিবহন কর্মীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন পনেরশো টাকা নির্মাণ কর্মীদের জন্য নূন্যতম মাসিক পেনশন হাজার টাকা। এছাড়াও পেনশন প্রাপকের মৃত্যু হলে পারিবারিক পেনশন পাওয়া যায়। পৌর চেয়ারম্যান বলেন মৃত্যু, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা দেয়া হয়। স্বাভাবিক মৃত্যুতে ৫০০০০ টাকা দুর্ঘটনা জড়িত মৃত্যু ২ লাখ টাকা শারীরিক অক্ষমতায় ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এদিনের ক্যাম্প থেকে সামাজিক সুরক্ষা শংসাপত্র প্রদান করা হয়।










