বিধায়ককে নিয়ে ব্লক সভাপতির অঞ্চলে কর্মসূচি

সেখ সামসুদ্দিন, ২৩ মার্চঃ দিদির সুরক্ষা কবচের প্রচারে একদিনের কর্মসূচি আজ পাঁচড়া অঞ্চলে করা হয়। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান লালু হেমব্রম, উপপ্রধান বিকাশ পাকড়ে,অশোক দাস, বিবেকানন্দ পাঁজা, তারক টুডু সহ অন্যান্যরা। সারাংপুর কালীমন্দিরে পুজো দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। সেখানে একটি সভাও করা হয়।পরবর্তীতে সেখান থেকে পাঁচড়া প্রাইমারি স্কুল পরিদর্শন করে তাঁরা সকলে মিলে শীরেপুকুরে মধ্যাহ্ন ভোজন সারেন। সেখান থেকে পরবর্তী সময়ে তাঁরা পাঁচড়া পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সংলাপ সারেন সেখানে পঞ্চায়েতের সকল সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সেখানেই তাঁরা একটি সভা করেন।

Leave a Reply