বিধান শিশু উদ্যানে মহাসমারোহে মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো

পারিজাত মোল্লা ,

রবিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে হলো বৃহৎ বসে আঁকো প্রতিযোগিতা। বিধান শিশু উদ‍্যানের প্রতিষ্ঠাতা এবং প্রানপুরুষ জননেতা অতুল‍্য ঘোষ ১৯৭৭ সালে প্রথম আয়োজন করেছিলেন এই প্রতিযোগিতার। সেই থেকেই নিয়মিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে ইংরেজি নতুন বছরের প্রথম রবিবারে। তবে করোনাকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি। এবারের ৪৬ তম বছরে অঙ্কন বিভাগে প্রতিযোগীর সংখ‍্য ছিল আট শতাধিক এবং আবৃত্তিতে প্রায় দু’শ। সব মিলিয়ে ৯০ জনকে বিশেষ পারদর্শীতার জন‍্য পুরষ্কৃত করা হয়। বিধান শিশু উদ‍্যান পরিচালিত এই প্রতিযোগিতার ঐতিহ্য মেনে প্রত‍্যেক অংশগ্রহণকারীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় প্রত‍্যেকের জন‍্য টিফিনের ব‍্যবস্থা করা হয়।এ বছর প্রতিযোগীদের কোনো প্রবেশ মূল্য ছিল না।*সফল প্রতিযোগীদের পুরষ্কার হিসেবে শুধুমাত্র বই দেওয়া হয়েছে।বাচ্চাদের মধ‍্যে যাতে কম বয়স থেকেই বই পড়ার অভ‍্যাস গড়ে ওঠে সেই জন‍্য এই নিয়ম প্রবর্তন করেছিলেন অতুল‍্য ঘোষ। এই ধারা এখনও বজায় রেখে চলেছে বিধান শিশু উদ‍্যান।বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন -“এবছরের ৬৭ টি পুরষ্কারপ্রাপ্ত ছবি নিয়ে একটি এ‍্যালবাম প্রকাশিত হবে পয়লা জুলাই ড. বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে।”

Leave a Reply