বিধান শিশু উদ্যানে বসন্তোৎসব 

পারিজাত মোল্লা

শনিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে  উদ্যাপিত হল বসন্ত উৎসব। সঙ্গে ছিল জনপ্রিয় লোকসঙ্গীত দল “দোহার”। বসন্তের আবাহনে সম্মিলিত হয়েছিল প্রচুর মানুষ। কচিকাচাদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল বিধান শিশু উদ্যান। উদ্যানের শিশু সভ্য-সভ্যা ও অভিভাবক-অভিভাবিকা এবং দোহারের বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিকেল ৪টেয় একটি বর্ণময় শোভাযাত্রা বিধান শিশু উদ্যান থেকে হাডকো মোড় প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে আসে। “ওরে গৃহবাসী”, “ফাগুন হাওয়ায় হাওয়ায়” প্রভৃতি গানের পাশাপাশি অ্যাডিনো ভাইরাস সম্পর্কে সচেতনতার কথা বলা হয়। ‘অ্যাডিনো ভাইরাস’কে অযথা ভয় পাওয়ার কিছু নেই। সতর্ক থাকলেই এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। এরপর উদ্যানের কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে মূল অনুষ্ঠানটি উপস্থাপিত হয়। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে বসন্তকে আবাহন করা হয়। সঙ্গে উপরি পাওনা ছিল দোহারের সঙ্গীতানুষ্ঠান।অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।

Leave a Reply