বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন, রামপুরহাটে
সেখ রিয়াজউদ্দিন,বীরভূম:- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তথা আলু পিয়াজ সহ বিভিন্ন আনাজের দাম যেহারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে সকলের মাথায় হাত।বর্ষা ঠিক সময়ে না আসায় যেমন চাষ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে পাশাপাশি মানুষের অর্থ উপার্জনের রাস্তা ও বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় দিন মজুরদের আর্থিক সমস্যা বেড়ে চলেছে। যদিও বাজারদর নিয়ন্ত্রণ করতে ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সবজি বাজারে হানা দেওয়া হয়। জিনিসপত্রের দাম সঠিক নেওয়া হচ্ছে কিনা তা দেখার জন্য। পাশাপাশি আলু পেয়াজ রাজ্যের বাইরে অন্যত্র পাচার হচ্ছে কিনা সেটাও দেখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু এতদসত্ত্বেও মূল্যবৃদ্ধি রোখা যাচ্ছে না। সেই প্রেক্ষিতে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতেই বীরভূম জেলার রামপুরহাট-২ নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার রামপুরহাট মহকুমার ভাড়শালা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিদ্যুৎ এর ক্ষেত্রেও ব্যাপকহারে মাশুল বৃদ্ধি পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভ সভা থেকেই সরাসরি এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার তথা দিদি এবং মোদী উভয়কেই একই আসনে বসিয়ে দোষী সাব্যস্ত করেন কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্র ও রাজ্য সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে জাতীয় কংগ্রেসের কর্মীগণ। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।এক সাক্ষাৎকারে মিল্টন রসিদ বলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে। বিদ্যুতের বিল আগুন, আলু, পিয়াজ সহ আনাজের দাম আগুন তাই রামপুরহাট ভাড়শালা মোড়ে জাতীয় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হয়।