বিদায়ী শিক্ষকের সংবর্ধনা সভা রাজনগর উচ্চ বিদ্যালয়ে-

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় বুধবার রাজনগর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক অসীম কুমার দত্ত ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে রাজনগর উচ্চ বিদ্যালয়ে শারীর শিক্ষার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। আজ ৩১ শে জানুয়ারি ২০২৪-এ তিনি তাঁর কর্মজীবন থেকে অবসর নেন। এই পরিপ্রেক্ষিতেই রাজনগর উচ্চ বিদ্যালয় এর সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং পরিচালন সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের কক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষককে মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের তরফে। বিদ্যালয়ের পড়ুয়ারা ও তাদের স্বরচিত কবিতা পাঠ করে উপহার তুলে দেয় তাদের প্রিয় শিক্ষককে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষক এর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক মন্ডল, শিক্ষক সোমনাথ সিনহা, সোমনাথ নন্দী, কার্তিক মণ্ডল, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মহম্মদ শরীফ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।

Leave a Reply