বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে সায় দিল না হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে এই মামলাটি।কাশ্মীরের ঘটনাকে সামনে রেখে আগামী কয়েকদিন কোনও কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫ টায় টালিগঞ্জ থেকে গড়িয়াহাটের মধ্যে অরাজনৈতিক মিছিলের ডাক দিয়েছিল বিজেপির কয়েকজন কর্মকর্তা। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন উদ্যোক্তারা। ওই মামলার শুনানিতেই এদিন অনুমতি দিল না আদালত। এদিন মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী আদালতকে বলেন, -‘কাশ্মীরে নৃশংস ঘটনা ঘটেছে , তার প্রতিবাদে উদ্যোক্তারা মিছিল করতে চান। কিন্তু পুলিশ বলেছে তাঁরা অনুমতি দেবে না’।এসময় বিচারপতি বলেন, “কাশ্মীর নিয়ে আমি ৭ দিন কর্মসূচি বন্ধ রাখতে বলেছি”। কৌস্তভ তখনও বলেন, -‘সব ধরনের আয়োজন প্রস্তুত, অথচ পুলিশ শেষ মুহূর্তে বলেছে অনুমতি দেবে না’। ফের বিচারপতি বলেন , ‘বৃহস্পতিবারের পর আসুন। মামলা স্থগিত রাখছি।’ ফের কৌস্তভ বলেন, “এটা রাজনৈতিক কর্মসূচি নয়। মিছিলে ১০০ থেকে ১৫০ জন থাকবেন।”বিচারপতি এরপর স্পষ্ট করে জানিয়ে দেন, ‘এখন অনুমতি দেব না। বৃহস্পতিবারের পরে আসুন’। মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার।উল্লেখ্য,  বিগ্রেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভার আবেদনেও একই কথা জানায় রাজ্যের উচ্চ আদালত।কয়েক দিন পর নুতন করে আবেদন জানাবার পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট।

Leave a Reply