সঞ্জয় হালদার,
পুরুলিয়ায় দলবদল অব্যাহত আজ হুড়া ব্লক তৃণমুল কংগ্ৰেসের সভাপতি সুভাষ মাহাতোর উপস্থিতিতে হুড়া প: সমিমিতির সভাপতি তথা শ্রদ্ধেয় শিক্ষক প্রসেনজিৎ মাহাতোর নেতৃত্বে বিশপুরিয়া অঞ্চলের বিজেপি দলের পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যা মাননীয়া জবা রুইদাস আনুষ্ঠানিক ভাবে তৃণমুল কংগ্ৰেসে যোগদান করলেন ।