বিজেপির অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল সংখ্যালঘু সেলের মহা মিছিল, এসপ্ল্যানেডে ঐক্যের জোরালো প্রদর্শন

মহম্মদ নইম,

কেন্দ্রীয় হাওড়ার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অর্প রায়ের নেতৃত্ব ও দিকনির্দেশনায় তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এসপ্ল্যানেডে এক মহা মিছিল ও শক্তিশালী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিজেপি সরকারের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে বাংলার মানুষের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠল এই ঐতিহাসিক আন্দোলন।

ওই মহামিছিলে হাওড়া কেন্দ্রের ১৯, ২০, ৩১, ৩৪, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কর্মীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এবং ঐক্য ও জনশক্তির দৃঢ় বহিঃপ্রকাশ ঘটান।

তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কেন্দ্রীয় হাওড়ার সভাপতি আব্দুল কায়ুম আনসারি সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্প এই আন্দোলনকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।

প্রতিবাদের সাফল্যে ইসলামউদ্দিন লালা, প্রাক্তন কাউন্সিলর ইসমত আরা এবং ওয়ার্ড ২০-এর সভাপতি রঈস আলম ওরফে সনির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মনিবেদন আন্দোলনকে ঐতিহাসিক রূপ দেয়।

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, “ঐক্য ও সাহসই আমাদের প্রকৃত শক্তি, আর এই সম্মিলিত বল আগামী দিনে জয় ও সাফল্যের নিশ্চয়তা বহন করবে।”

Leave a Reply