বিগ্রেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভার আবেদনে কড়া বিরোধিতায় কেন্দ্রীয় আইনজীবী 

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিগ্রেডে সভা করার আবেদন বিষয়ক মামলার শুনানি চলে। নুতন ওয়াকফ বিলের  বিরোধিতায়  ব্রিগেডে সভা করতে চায় ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’।তবে কলকাতা  পুলিশ ও সেনা থেকে অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হয়েছিলেন বোর্ডের সদস্যরা।এই মামলায় এদিন বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবি। এদিন তিনি এজলাসে সওয়াল-জবাব পর্বে বলেন, “বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন।মামলা হয়েছে। তাছাড়া এই বিলকে নিয়ে শুধু আলোচনার জন্য ৫০,০০০ লোকজন জমায়েত এটা কোনও কারণ হতে পারে না।”একই সঙ্গে তিনি এও জানান, -‘আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আর্মিদের প্রশিক্ষণ আছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এরফলে এই সময়ে ব্রিগেডে সভার অনুমতি যেন না দেওয়া হয়’। অতি সম্প্রতি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাকারীদের বলেন, -‘ওই ঘটনার জন্য আগামী তিনদিন ব্রিগেডে মিটিং মিছিল বন্ধের নির্দেশ আছে। তাই আপনারা সাতদিন পরে সেখানে জমায়েত করুন’।একই সঙ্গে কী কারণে ব্রিগেডে সভা বা মিছিল করতে দেওয়া যাবে না? আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলাকারীদের ই-মেল আইডিতে সেনাকে তা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের উদ্দেশ্যে বিচারপতি এও বলেন, -‘প্রয়োজনে নতুন করে মামলা দাখিল করতে পারেন’। ওয়াকিবহাল মহল মনে করছে – ‘ দু – তিনদিন পর সেনার তরফে মামলাকারী ইমেইল পেলে  তা পরবর্তীতে নুতন করে মামলা দাখিল হতে পারে কলকাতা হাইকোর্টে’।

Leave a Reply