বাস্তবতা,

ঘর বাড়ি নেই,টানেলে বাস
এরাও ভারত বাসী,
বলতে পার এদের কেন
আজ মুখে নেই হাঁসি।
এদের কথা কেউ ভাবেকি
দেশ প্রেমিকের দল,
এদের দুঃখের কথ্য শুনে
যাদের চোখে জল!
স্বাধীনতার এত পরেও
এদের নেইকো ঘর,
গৃহ প্রকল্প কাদের জন্য
বলো মান্য বর।
সংবিধানে দোহাই দিয়ে
বল অনেক কথা,
আর কবে বুঝবে বল
এদের মনের ব্যাথা।

দিলীপ রঞ্জন ভাদুরী

Leave a Reply