খায়রুল আনাম,

বীরভূম : করোনার বিধিনিষেধের মধ্যেও নানুরের বাসাপাড়ায় ১ জানুয়ারি থেকে যে মিলন মেলা চলেছে, সেখানে ৭ জানুয়ারি রাত্রে গিয়ে আর বাড়ি ফিরে আসেন নি পার্শ্ববর্তী ব্রাহ্মণখণ্ড গ্রামের বাস মালিক শেখ কাবুল। পরে মিলন মেলা এবং তার বাড়ির কিছুটা দূরে একটি মাঠের নালার পাশ থেকে শেখ কাবুলের মৃতদেহ উদ্ধার করা হয়। তার হাতের সোনার আংটি, পকেটে থাকা নগদ অর্থ কোনও কিছুই খোওয়া যায়নি। খবর পেয়ে ৮ জানুয়ারি নানুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। মৃতের পিঠের দিকে বেশকিছুটা জায়গায় ঘষা দাগ দেখা গিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

Leave a Reply