Spread the love

বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় সচেতনতা শিবির মঙ্গলকোটে,

সেখ রাজু , মঙ্গলকোট, 

বুধবার দুপুরে মঙ্গলকোট ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । এদিন শিমুলিয়া উলঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের মুন্সি সামসুর জ্জোহা মঞ্চে বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য শিশু সুরক্ষা বিষয়ক দিক গুলি নিয়ে আলোচনা করা হয় । শিশুদের জীবন গঠনের শুরুর বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে আনা হয় । চলার পথে যেসব সমস্যা তারা সম্মুখীন হবেন সেই বিষয়ে প্রত্যেককে অবগত করার পাশাপাশি মেরুদন্ড সোজা রেখে কি করে জীবন অতিবাহিত করবেন তাহার নির্দেশ দেওয়া হয় । শিশু মনোভাবাপন্ন জীবনে চলার পথে সমস্যা গুলি এড়িয়ে না গিয়ে সেগুলি পরিবারের সদস্য অথবা শিক্ষিক-শিক্ষিকাদের জানানো এবং পরিবারে তরফ থেকেও শিশুদের চারিত্রিক পরিবর্তনের দিকেও দৃষ্টি দেওয়া অনিবার্য । বাল্যবিবাহ একদিকে নারীদের শারীরিক সমস্যা দেখা দেয় । অন্যদিকে অল্প বয়সে বিয়ে করলে শিক্ষার মান অনেক কমে যায় । তাই আগত নতুন প্রজন্মের শিক্ষার প্রথম গুরু হলেন নারী । বাল্যবিবাহ তাদের জীবনে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে সেই বিষয়ে তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা । শিশু সুরক্ষা আইন ব্যবস্থায় কোন কোন বিষয়গুলো উল্লেখিত আছে সে সম্পর্কে সকলকেই অবগত করা হয় ।

এই শিবিরে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, কো-অর্ডিনেটর চাইল্ড লাইন কাটোয়া সুচেতনা ভট্টাচার্য, সমাজ কল্যাণ দপ্তরের জেলা শিশু সুরক্ষা কর্মী শাশতী দাঁ, স্কুল হেলথ মেডিকেল অফিসার সুনীতা কুমারী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, পঞ্চায়েত সমিতির জনসাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অগণিত ছাত্রীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *