খায়রুল আনাম,
বীরভূম : খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার জামালপুর গ্রামে অজয় নদের বৈধ বালিঘাট থেকে বালি তোলা হলেও, সেই বালি পরিবহনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামোন্নয়নের নামে তোলা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। আর এই তোলার অর্থ নিয়ে শাসক তৃণমূল কংগ্রেসের দুই সদস্য উজ্জ্বল কাদেরি ও স্বপন সেনের গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি এনিয়ে শাসক তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। আর সেই বোমার আঘাতে জামালপুর গ্রামের শেখ সাত্তারের একটি পা উড়ে যায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাকড়াকোন্দা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে, তাঁকে স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র। তৃণমূল কংগ্রেস অবশ্য এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে জানিয়ে দিয়ে, অপরাধীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এবং কারও রাজনৈতিক রঙ না দেখে গ্রেপ্তার করার কথাও বলা হয়েছে। আর এই ঘটনার জেরে বুধবার ১২ ফেব্রুয়ারী কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ রায়কে ‘ক্লোজ’ করা হয়েছে বলে জানিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শেখ সাত্তার আলি চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হলে, তাঁকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশসুপার।