বালিগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে বার্ষিক ক্রীড়া 

নিজস্ব প্রতিনিধি, 

 শনিবার কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এর অন্তর্গত সপ্তদশ চক্রের আদি বালিগঞ্জ জুনিয়র বেসিক স্কুলের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী যুক্ত সমীর মজুমদার মহাশয় উপস্থিত থেকে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে  সকলের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন স্কুল পরিদর্শক সমীর মজুমদার। স্কুলের পক্ষ থেকে প্রধানা শিক্ষিকা শম্পা বসু এদিনকার  এই সুন্দর অনুষ্ঠান টি সাফল্য মন্ডিত করার জন্য উপস্থিত সবাই কে ধন্যবাদ জানান এবং  স্কুল টি যাতে এলাকা তে সবদিক থেকে আরো উন্নতি করে নিজ নাম অক্ষুন্ন রাখতে পারে তারজন্য সকলের সহযোগিতা প্রার্থনা করেন। 

Leave a Reply