শুভ ঘোষ,

আসন্ন শারদীয়া দুর্গা পূজোর ঠিক আগেই এক নতুন উপহার হিসেবে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ গার্ডেনে একটা নতুন রেস্টুরেন্ট ফ্লেভার অফ এসপাইস এর উদঘাটন হয়।এই রেস্টুরেন্টে ন্যায্য দামে অনেক সুস্বাদু ইন্ডিয়ান কুইজিন খাওয়ার পাওয়া যায় আসন্ন শারদীয়া পূজোতে নতুন নতুন খাবারের সন্ধান পেতে আপনাদের চলে আসতেই হবেই এই রেস্টুরেন্টে এই এসির রেস্টুরেন্ট মাল্টি কুইজিং রেসিপি বা মেনু কার্ড দেখলেই জিভে জল তো আসেই ওপরে পাওনা হিসেবে এই রেস্টুরেন্ট ন্যায্য মূল্যে খাবার পরিবেশন করা হয়। এই রেস্টুরেন্ট উদঘাটনে এসেছেন টলিউড গ্ল্যামার কুইন অভিনেত্রী ইন্দ্রাক্সি দে, এবং শুভনিকা পাল এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply