বার এসোসিয়েশন ভোটের ফল প্রকাশ 

মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সংলগ্ন প্রেসিডেন্সি স্মল কজেস কোর্টের বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশ পেল। ৯৫০ ভোটার বিশিষ্ট ২২ আসনে গত বুধবার নির্বাচন ঘটে। এদিন ফলাফল প্রকাশ পেল। এই আদালতের বার এসোসিয়েশনের নুতন কমিটিতে সম্পাদিকা হয়েছেন ঝুমা ঘোষ ঘটক, সভাপতি চন্দ্রশেখর ভট্টাচার্য, সহ সভাপতি হিসাবে তাপস কুমার দাস, অলক রায় রয়েছেন ।বার এসোসিয়েশন এর নব কমিটির সদস্যদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল’ এর কার্যনিবার্হী চেয়ারম্যান মাননীয় শ্যামল ঘটক মহাশয় ।

Leave a Reply