বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা

সেখ রাজু,

ভাতার ব্লক এর দাশরথী মেমোরিয়াল কলেজের সোশ্যাল নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই ইউনিটের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো । তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিট চাইছে যে সকলে মিলে একসাথে সোসালে অংশগ্রহণ করতে, আর এক পক্ষ চাইছে অন্যপক্ষকে সাইড করে দিয়ে সোশ্যাল অনুষ্ঠান পরিচালনা করতে । এই নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা । জানা যায় আগামী আটই জানুয়ারি কলেজের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী অভিযোগ জানায় তাদেরকে না জানিয়ে দিন ধার্য করা হয়েছে এবং প্রস্তুতি চলছে ।
অন্য গোষ্ঠী জানান আমরা সকলে মিলেই কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে করব ।

যদিও কয়েকদিন আগে ছাত্র ইউনিটকে দখল করা নিয়ে তরজায় জড়িয়ে ছিল ভাতারের দাশরথী মেমোরিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা । একই সময়ে সোশ্যাল মিডিয়ায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচিত ছাত্র প্রতিনিধি এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির প্যাডে উল্লেখিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিদের নাম সহ দুটি তালিকা প্রকাশ পেয়েছিল । সেই রেশ মিটতে না মিটতেই নতুন করে আবার খবরের শিরোনামে ভাতার । এই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ঘিরে বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল । দুই পক্ষ আলোচনা সভায় অংশগ্রহণ করতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । তড়িঘড়ি ঘটনাস্থলে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী । যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ ।

Leave a Reply