বারাসাতে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক

পারিজাত মোল্লা,

বারাসাত সার্কিট হাউজে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ড. আব্দুস সাত্তার সাহেবের সঙ্গে বেঙ্গল মাইনরিটি ফোরামের নেতৃত্বদের এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের নানাবিধ সমস্যা, বিশেষ করে এসআইআর ও ওবিসি শ্রেণির শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

ফোরামের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বঞ্চিত মানুষের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিনিধিরা জানান, প্রশাসনিক স্তরে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানো গেলে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে।

ড. আব্দুস সাত্তার সাহেব মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সরকার সবস্তরে কাজ করছে যাতে সরকারি প্রকল্পের সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়।”

বৈঠকে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন, বৃত্তি প্রকল্প সম্প্রসারণ, ওবিসি সার্টিফিকেট প্রাপ্তির জটিলতা নিরসন, এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেষে ফোরামের নেতৃত্বরা মুখ্য উপদেষ্টার সহযোগিতার আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন । উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর আজিজার রহমান,বেঙ্গল মাইনরিটি ফোরামের সাধারণ সম্পাদক সিয়ামত আলী সভাপতি মইনুল হক সহ-সম্পাদক আবু সিদ্দিক খান ও শেখ ফিরোজ উদ্দিন, সংগঠনের চিফ অর্গানাইজার অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার, শেখ কামাল উদ্দিন, শাহনওয়াজ হোসেন,জেলা সম্পাদক আকবর আলী সভাপতি হাবিবুর রহমান গাজী, বদরুল আলম, শামীম আলতাব, নাজিবুল্লাহ সরদার, সুজাউদ্দিন মন্ডল, হাবিব ইকবাল, শেখ আব্দুল কবির, আবু তালেব, কালাম সাহেব, নিজামুদ্দিন, হুজ্জাতুল্লা, ফারুক মল্লিক, জাফরুল, প্রমূখ

Leave a Reply