ব্ল্যাক ডায়মন্ড কারখানার হাইড্রোলিক গাড়ীর নীচে চাপা পড়ে মারা গেল এক গরুর
কাজল মিত্র :-ঘটনাটি বারাবনি থানার নপাড়া এলাকায়।ঘটনার সম্পর্কে জানা যায় যে সোমবার সকালে ব্ল্যাক ডায়মন্ড কারখানার একটি
হাইড্রোলিক গাড়ী ফ্যাক্টরী তে প্রবেশ করার সময় রাস্তার পাশে থাকা একটি গরুকে চাপা দেয় যার ফলে ঘটনাস্থলে গরুটি মারা যায় ।
এরপরেই ছুটে আসে ওই গরু টির মালিক লক্ষিপদ বাউড়ি।
তিনি হাইড্রোলিক গাড়ীটি আটক করে গাড়ির মালিকের কাছে ক্ষতিপূরণ এর দাবী জানাই ।কিন্তু গাড়ির মালিক ও কারখানা কতৃপক্ষ মৃত গরুর মালিক লক্ষিপদ বাউড়ি কে ক্ষতিপূরণ দিতে সরাসরি মানা করে দেয় তাছাড়া লক্ষিপদ বাউড়ি জানায় যে তার গায়ে পর্যন্ত হাত তোলে ।যার ফলে গরুর মালিক ও গ্রামবাসীরা একত্রিত হয়ে কারখানা গেটের সামনে বিক্ষোভ শুরু করে দেয়।ঘটনার পরেই ঘটনাস্থলে বারাবনি ব্লক ছাত্র পরিষদ নেতা সচিন বাউড়ি গিয়ে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলেন যার ফলে দুইঘন্টা বিক্ষোভ কলার পর কারখানার ম্যানেজার ও গাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং গ্রামবাসীদের কাছে লিখিত আকারে জানায় যে মৃত গরুর ক্ষতিপূরণ বাবদ 20 হাজার টাকা প্রদান করা হবে।যার মধ্যে আজ কে তাদের হাতে নগদ দুই হাজার টাকা দেওয়া হয় পরে বাকি টাকা তুলে দেওয়া হবে ।এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ।