স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

কাজল মিত্র :-22 শে ডিসেম্বর দিনটি বারাবনির বিধানসভার তৃণমূলের কাছে বিশেষ দিন হিসেবে স্বরণীয় হয়ে রয়েছে তাই দিনটিকে তৃণমূলের তরফে প্রতিবছর স্বরন করাহয় কারন আজকের এইদিনেই ২০১০সালে লড়াকু নেতা গরীব মানুষের ভগবান তথা বারাবনি বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মানিক উপাধ্যায় মৃত্যু হয়ে ছিল।
।তাই এই দিনটি বারাবনি বিধানসভা জুড়ে সমস্ত নেতা কর্মীরা এবং সাধারণ মানুষরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এক কথায় তিনি পুরো বারাবনির ভরসা ও নয়নের মনি ছিলেন।সালানপুর ব্লকেও তৃণমূলের বিভিন্ন দলীয় কার্যালয়ের সাথে সাথে সালানপুর ব্লক তৃণমূলের প্রধান কার্যালয়েও স্বর্গীয় মানিক উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং ও সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা।তাছাড়া এদিন সালানপুর ব্লকের পিঠাকেয়ারী হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যাহ্ন ভোজনের মধ্যদিয়ে দিনটিকে পালন করা হয় ।
এই প্রসঙ্গে ভোলা সিং বলেন স্বর্গীয় মানিক উপাধ্যায় বারাবনি বিধানসভার গরিবের জনদরদি নেতা ছিলেন।ওনার কাছে থেকে কেউ কোনো দিন নিরাশা হয়ে ফিরে আসতেন না।আজ সারা বারাবনি বিধানসভার মানুষজন তারই দেখানো রাজনৈতিক পথে চলে।কারণ তার দুই সুযোগ্য পুত্র সর্বদাই মানুষের পাশে থেকে উন্নয়ন করে চলেছে।তাকে কোনো দিনও কেউ ভুলতে পারবে না।
এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভা পতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।

Leave a Reply