আসন্ন শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে এই বিশাল কর্মযজ্ঞকে সুসম্পন্ন করার জন্য সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজীর নির্দেশনানুযায়ী সঙ্ঘের সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারীগণদের দায়িত্ব অর্পণ করা হয়। বারাণসির এই দুর্গাপূজা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাণ পুরুষ সঙ্ঘ দেবতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ নিজেই প্রচলন করেন ১৯২৮সালে। সেখান থেকে প্রতি বছর সাড়ম্বরে আধ্যাত্মিক পরিবেশে নিষ্ঠা সহকারে শ্রীশ্রী মায়ের পূজারতি সহ গুরুমহারাজের ও পূজারতি হয়ে থাকে।