বাম শিবির থেকে তৃণমূলে যোগদান ভাতার ব্লক কার্যালয়ে বিধায়কের হাত ধরে।

ভাতার ব্লক কার্যালয়ে বাম শিবির থেকে এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা একনিষ্ঠ বাম কর্মী বিকাশ চন্দ্র দাস এবং ১৫ টি পরিবারকে সঙ্গে নিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার হাত ধরে যোগদান করলেন ।
তিনি সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের বাসিন্দা।

ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে, ভোটের মুখে এই যোগদান সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠল।

ভাতার ব্লকের বামেদের এক নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক জানান,
সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলের যিনি বাম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলছেন উনি আমাদের দলের কোন পদে নেই, সমর্থক হতে পারেন।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply