বাম আমলে নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করার নির্দেশ হাইকোর্টের 

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বাম আমলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ওই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সংশ্লিষ্ট  জেলার ২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের  বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে । আদালত সুত্রে প্রকাশ, গত ২০০৯ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকেরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন মৃণালকান্তি মাইতি। এর আগে ওই মামলায় শিক্ষা দফতরের সচিবের কাজে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন। এদিন ওই মামলাতেই নথি হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য , এর আগে গত সেপ্টেম্বরে বিচারপতি অমৃতা সিনহা ২০০৯ সালে মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চেয়েছিলেন। ২০০৯ সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম সরকার। ২০১০ সালে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

Leave a Reply