জ্যোতিপ্রকাশ মুখার্জি,
গত শনিবার সবাইকে চমকে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন গায়ক বাবুল সুপ্রিয়। এহেন দলত্যাগ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃস্টির পূর্বাভাস ছিল, তবে এইভাবে ইউটার্ন নেবেন বাবুল, তা টের পাইনি অনেকেই।গায়ক বাবুল সুপ্রিয় যে তৃণমূলে যোগ দেবেন, সে খবর ঘুণাক্ষরেও টের পাননি দিলীপ, আজ অর্থাৎ রবিবার ভবানীপুরের উপনির্বাচনে দলের হয়ে প্রচারে গিয়ে সে কথাই জানিয়েছেন তিনি। তিনিবলেন, -”গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাবুলের দলবদল নিয়ে আগাম খবর ছিল না দলের কাছে। তবে এতে বিজেপির কোনও ক্ষতি হবে’ না। বাবুল সুপ্রিয়কে রাজনৈতিক ট্যুরিস্ট বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এমন রাজনীতিতে হয়েই থাকে। এমন পলিটিক্যাল ট্যুরিস্ট অনেক থাকে। দলে বা উপনির্বাচনে বাবুলের দলবদলের প্রভাব পড়বে না। বাবুল সুপ্রিয় যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামেন, তাহলেও কোনও ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন দিলীপ। দিলীপের বক্তব্যের পাল্টা হিসেবে ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘আস্তে আস্তে বাংলার সব মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। তৃণমূল দলটা ভারী হবে এবং বিজেপি দলটা পুরোপুরি খালি হয়ে যাবে’। তবে বিজেপির নেতারা বলেছেন – ‘ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি, কারও দলত্যাগে কোন প্রভাব পড়বেনা’।