বাবা সাহেব আম্বেদকর এর জন্ম দিন পালন
সংবাদদাতা
পশ্চিম বঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকর জন্ম দিন পালিত হয়। শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক কবি কানন হাঁসদা। তিনি বক্তবে আম্বেদকর সম্মান জানিয়ে নানান দিক উল্লেখ করেন। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন সাংবাদিক বরুন চক্রবর্তী ডাঃ সিরাজুল ইসলাম ঢালি ডঃ সীমা রায় কবিতা গান আলোচনা মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর জীবনের নানান তুলে ধরা হয়। কবিতা পাঠ করেন শিবশঙ্কর বক্সি ধনঞ্জয় বন্দোপাধ্যায় সহ কবি সাহিত্যিক সাংবাদিক দের আম্বেদকর সম্মান ও বর্ষ সেরা সম্মান জানানো হয় ।পশ্চিম বঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্র নাথ বসু বলেন আম্বেদকর ছবিতে মালা দিয়ে বাবা সাহেবের জন্ম দিনের সুচনা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক প্রবীণ নবীন মহিলা কবি সাহিত্যিক সাংবাদিক উপস্থিত ছিলেন।