বাবা সাহেবের মৃত্যু দিবস পালন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির

সেখ সামসুদ্দিন, ৬ ডিসেম্বরঃ মেমারি বাবা সাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নুদীপুর মোড়ে বাবা সাহেবের মূর্তির পাদদেশে আম্বেদকরের মৃত্যু দিবস পালন করা হয়। বাবা সাহেবের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন স্মৃতি রক্ষা কমিটির কার্যকরী সভাপতি তথা মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, মাল্যদান করেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ব্লক সভাপতি ডাঃ নওসার হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাজি‍ পারগনা মহলের জেলা সভাপতি বিজয় চন্দ্র সরেন। সকলে বাবা সাহেবের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি তারকনাথ সাহা। অতিথিবর্গ এখানে মনোজ্ঞ বক্তব্য রাখেন।

Leave a Reply