বান্দোয়ানে ফুটবল টুর্নামেন্ট
সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের চিরুডি ইয়ুথ ক্লাবের ফুটবল ময়দানে স্বর্গীয় হিকিম মুর্মু ও স্বর্গীয় বীরসিং মুর্মুর স্মৃতিতে চিরুডি আকিল ডাহার ইয়ুথ ক্লাব-এর আয়োজনে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কলেন্দ্রনাথ মান্ডি ও বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো, চিরুডি হাইস্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হেমব্রম, এবং প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত হাঁসদা মহাশয় ও বিশিষ্ট এলাকার ক্রীড়া-প্রেমি গন ।খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। রাস পূর্ণিমার দিনে, প্রতিবছরের ন্যায় এবারও আনন্দ, উৎসাহ ও ক্রীড়াস্পৃহায় ভরে উঠল চিরুডি ফুটবল মাঠ প্রাঙ্গণ।
