বাঙালি মানেই ভুড়িভোজ খাদ্য রসিক প্রেমি মানেই হ্যাংলাজোন

শুভ ঘোষ,

২৭শে জানুয়ারি ২০২৩ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন টাঙ্গুলার পার্কে ২৬ শে জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি প্রযন্ত সকাল ১১থেকে রাত্রি১০ টা পর্যন্ত একটি খাদ্য মেলায় আয়োজন করেন হ্যাংলাজোন নামে একটা সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবলা বাদক মোল্লার ঘোষ, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply