বাংলা গৌরব সম্মান ‘২৪ পেলেন অনুপম হালদার

কোলকাতা (১৩ জুলাই ‘২৪):- ভারতের সুপ্রিম কোর্টের বিদগ্ধ আইনজীবী তথা ‘সর্বভারতীয় আইনী সহায়তা পরিষেবা’-র সর্বভারতীয় মহাসচিব জয়দীপ মুখার্জি-র উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের লব্ধপ্রতিষ্ঠিত অভিনেত্রী দেবশ্রী রায়-এর হাত থেকে ‘বাংলা গৌরব সম্মান ‘২৪’- এ সম্মানিত হলেন কোলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার।

‘বিগ নিউজ’-এর পক্ষ থেকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দেবরাজ দে জানিয়েছেন, “বাংলা, হিন্দী, ইংরেজি সহ অসমিয়া ভাষায় সম্প্রচারিত ‘বিগ নিউজ’-এর তরফ থেকে আজ কোলকাতায় ১৯ জন কৃতবিদ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হল ‘বাংলা গৌরব সম্মান ‘২৪।”

Leave a Reply