বাংলাদেশে ঘটে যাওয়া রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সভা, বোলপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বাংলাদেশে সংরক্ষণের বিরোধিতায় সেখানকার ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে উত্তাল সমগ্র বাংলাদেশ।যার জেরে পশ্চিমবাংলার বুকেও বাংলাদেশ সরকারের বিরোধিতায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন গনতান্ত্রিক সংগঠন।সেরূপ গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর- শান্তিনিকেতন শাখার পক্ষ থেকে রবিবার বিশ্বভারতীর গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূল দাবি হিসেবে আওয়াজ তোলে যে, বাংলাদেশে ছাত্র আন্দোলনকে রুখতে রাষ্ট্র নির্দেশিত গনহত্যার বিরুদ্ধে গর্জে উঠুন। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। বাংলাদেশে ছাত্র আন্দোলনের উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করতে হবে- এরূপ বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সাথে শ্লোগান ও গণ সংগীতের মাধ্যমে মুখরিত করে তোলে প্রতিবাদ সভা। বক্তারা বলেন বাংলাদেশ ছাত্র আন্দোলনে সামিল হতে গিয়ে এপর্যন্ত প্রায় ১১৫ জন ছাত্র নিহত হয়েছে। সেই সরকারকে ধিক্কার জানানো হয়। এছাড়াও বলেন একসময় লোকমুখে বলতে শোনা যেত সোনার বাংলাদেশ। বর্তমানে সেটা পাল্টে সেনার বাংলাদেশে পরিনত হয়েছে বলে অনেকেই কটাক্ষ করছেন। তাইতো নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়ে আন্দোলনকে দমন করতে চাইছে। বাংলাদেশের ঘটে চলা ছাত্র আন্দোলনকে সমর্থন করে এবং সরকারের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন।এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির বোলপুর- শান্তিনিকেতন শাখার সম্পাদক স্বপ্ননীল মুখার্জী এবং সভাপতি শৈলেন মিশ্র সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠরত বহু পড়ুয়াগন।

Leave a Reply