বাংলাদেশের নেত্রকোণায় শুরু হয়েছে সপ্তাহব্যাপি লোকজ মেলা।
বাবুল সাহা: বাংলাদেশের নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার শুরু হয়েছে সপ্তাহব্যাপি লোকজ মেলা। ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি’র আয়োজনে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা,গুণীজন সম্মাননা , শহীদ বীর মুক্তিযোদ্ধা মেহের আলী বৃত্তি প্রদান,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মিজ পহেলি দে’র সঞ্চালনায় আলোচনা সভায়,বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম, সাবেক এআইজি বাংলাদেশ পুলিশ, চেয়ারম্যান অমাস নেত্রকোণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির,চারুকলা অনুষদ,ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন,অধ্যাপক মানিক সরকার,অত্র কলেজের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সভাপতি, নেত্রকোণা সম্মিলনী, কলকাতা,ভারত। জনাব রতন কুমার পন্ডিত,অধ্যক্ষ, নেত্রকোণা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। জনাব তরুণ কর্মকার, সভাপতি,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, সাংস্কৃতিক ফোরাম, কলকাতা,ভারত। ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি লোকজ মেলার প্রথম দিনের প্রথম ইভেন্ট ভলিবল প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে কমরেড আব্দুল বারী পাঠাগার, মোহনগঞ্জ। আর বিজিত দল মাজেদা আক্তার পাঠাগার নেত্রকোণা। রাতে পূর্বধলা উপজেলা সাংস্কৃতিক ফোরামের আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।