বাংলাছবি রহস্য দ্বীপ এর পোস্টার লঞ্চ ।
পারিজাত মোল্লা,
‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন ‘ নিবেদিত ছবি ‘রহস্য দ্বীপ’। পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম রহস্য রোমাঞ্চে ভরা কাহিনীচিত্র মুক্তি পাচ্ছে আগামী ১৪ই জুলাই।
আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ছবির ব্যানার উন্মোচন হলো। এদিন উপস্থিত ছিলেন কাহিনীচিত্রের কাহিনী ও চিত্রনাট্যকার তথা প্রযোজক এবং যুগ্ম নির্দেশক ইয়াসমিন ইব্রাহিম ও সর্বাজিত মন্ডল, সহকারী নির্দেশক সমর, সংগীতশিল্পী সানু ও তন্ময় সহ অন্যান্যরা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অনুপ মন্ডল,রাজু মজুমদার, সোমা চক্রবর্তী সহ বিভিন্ন কলা কুশলীরা। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার
অনুপম হালদার, ও
পাঞ্চালি মুন্সি।
বলে রাখা ভালো, ভিন গ্রহের প্রাণীদের নিয়ে ছোটোদের উপযোগী করে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে তৈরি হয়েছে ‘রহস্য দ্বীপ’ যা রয়েছে মুক্তির অপেক্ষায়।