Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে খাতড়া মহকুমা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সংযোগ নামে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো খাতড়া গুরুসদয় মঞ্চে। এই সচেতনতা শিবিরের উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি,বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ,অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস, বিবেক ভার্মা, খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ,বিধায়ক অরূপ চক্রবর্তী, সমাজসেবী দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ মহাকুমা এলাকার সমস্ত থানার পুলিশ আধিকারিক বৃন্দ সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃন্দ বিভিন্ন বিভাগের আধিকারিক বৃন্দ।অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ বয়স্ক মানুষ ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন। সাইবার ক্রাইম কিভাবে হয় ও তা কিভাবে রোধ করা যায় সেই নিয়ে উপস্থিত বিশিষ্ট মানুষরা বক্তব্য রাখেন ও হাতে কলমে শিক্ষা দেন। অসাধু চক্রের মানুষরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে ক্রাইমকরছে সেই সমস্ত বিষয়ে কিভাবে সচেতন থাকা যায় তার বিশদ ব্যাখ্যা দেন। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি খুব সম্প্রতি তাঁর দপ্তরে চাকরিতে জয়েন করতে যাওয়া কয়েক জনের ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার এর কথা উল্লেখ করেন ।পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন পরীক্ষা শেষ হলেই আমরা জেলার সমস্ত বিদ্যালয়ে এ নিয়ে সচেতনতা শিবির করার কথা ভাবছি এবং প্রতিটি বিদ্যালয়ে এই সংযোগ এর মাসকট গজার ছবি দিয়ে ফ্লেক্স হোডিং পৌঁছে দেব ।সকলেই একটু সচেতন থাকুন বিভিন্নভাবে ফোন হ্যাক করা হচ্ছে এবং ক্রাইম হচ্ছে পুলিশ সতর্ক রয়েছে আপনারা সতর্ক থাকলে আমরা ক্রাইম রুখতে পারবো। সম্প্রতি একটি ক্রাইম কে কেন্দ্র করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তার কাছ থেকে কয়েক হাজার বেনামী সিম উদ্ধার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের একটা বড় সাফল্য আজকের এই সংযোগ নামে সচেতনতা শিবিরে বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক মানুষ হাজির হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *