সাধন মন্ডল,

কালবৈশাখীর কারণে 24 ঘণ্টা পরেও বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিদ্যুতের দাবিতে পিরোরগাড়িমোড় ব্যবসায়ী সমিতি ও গ্রামবাসীদের দ্বারা রাস্তার উপর আইসক্রিম ছড়িয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক অবরোধ। অবরোধ শুরু হয় বিকেল পাঁচটা দশ নাগাদ অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয় বাস যাত্রী থেকে পথচারী অসহায় হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর সারেঙ্গা থানা পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনায় বসলেও বিদ্যুতের দাবিতে অনড় ছিলেন অবরোধকারীরা ।স্থানীয়দের অভিযোগ পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তুলে দেন ।এলাকাবাসীর দাবি 24 ঘন্টা বিদ্যুৎ না থাকায় সকলের বাড়িতেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন, তাছাড়া এখানে হরিনাম সংকীর্তন চলছে তাই লোকসমাগম অনেক বেশি পানীয় জলের চাহিদা বেশি। সাধারণ মানুষ বাথরুম ব্যবহার করতে পারছেন না জলের অভাবে ।অবরোধকারীদের মধ্যে সন্তোষ মহান্তি ,বাদল মন্ডল রা বলেন অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ না হলে পানীয় জলের অভাবে আমরা জল না খেতে পেয়ে মারা যাবো। পিরোরগাড়ি মোড়ে বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে জলের অভাবে দোকানদাররা মিষ্টি বিক্রি করতেও পারছেন না বলে ব্যবসায়ীদের অভিযোগ। তাছাড়া এক দোকানদারের কাছে বিয়ে বাড়ির আইসক্রিম অর্ডার দেওয়া ছিল বিদ্যুৎ না থাকায় সেই আইসক্রিম গলে যায় সেই গলে যাওয়া আইসক্রিম রাস্তায় ছড়িয়ে অবরোধে শামিল হন ব্যবসায়ীরা। অবশেষে সারেঙ্গা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

Leave a Reply