সাধন মন্ডল,
বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের 50 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হলো আজ সকালে মশাল দৌড় এর মধ্য দিয়ে। অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করে সংঘ-সভাপতি সম্পাদক সহ দৌড়বিদ দের হাতে তুলে দেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ সহ জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনা কমিটির ও সংঘের সদস্য সদস্যা বৃন্দ। স্কুল ডাঙ্গায় সংঘের কার্যালয় থেকে মশাল দৌড় শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে আবার সংঘ কার্যালয়ে ফিরে আসে সংঘের সাধারণ সম্পাদক রবিন মন্ডল বলেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সূচনা হলো। আজ থেকে 50 বছর আগে বাঁকুড়া শহরের বিশিষ্ট কয়েকজন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ও উদ্যোগে বঙ্গীয় জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের শাখা রূপে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের আত্মপ্রকাশ ঘটে। তার পর থেকে জেলার ইতিহাসে একটি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে খ্যাতি লাভ করে। সুবর্ণ জয়ন্তী বর্ষে সারা বছর ধরেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনাবাসিক শারীর শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে।
।